শীর্ষ স্থানে সুইফট
বিনোদন ডেস্ক:
চলতি বছরে সবচেয়ে বেশি বিক্রি হওয়া অ্যালবামের তালিকায় শীর্ষে স্থান পেয়েছে টেইলর সুইফটের ‘নাইন্টিন এইটি নাইন’। গত বছর ২৭ অক্টোবর প্রকাশিত এ অ্যালবামটি এ পর্যন্ত বিক্রি হয়েছে ৩.৬৬ মিলিয়ন কপি। তালিকায় দ্বিতীয় নম্বরে আছে ডিজনি এনিমেটেড ছবি ‘ফ্রোজেন’- এর গানের অ্যালবাম। এটি বিক্রি হয়েছে ৩.৫৩ মিলিয়ন কপি। ২০০৯ সালেও সর্বাধিক বিক্রি হওয়া অ্যালবাম শিল্পী ছিলেন সুইফট। ওইবার তার ‘ফিয়ারলেস’ বিক্রি হয়েছিল ৩.২২ মিলিয়ন কপি।