Connecting You with the Truth

শুধুমাত্র ক্রোর জন্য কিউয়িদের আজকের জয়ের আশা

s-6স্পোর্টস ডেস্ক:
মার্টিন ক্রো, যদি নিউজিল্যান্ডের ইতিহাসের সেরা ক্রিকেটারদের তালিকা তৈরি করা হয় সবার আগে যাদের নাম আসবে তাদের একজন। বর্তমানে ‘লিম্ফোমা’ নামের এক জটিল রোগে আক্রান্ত, চিকিৎসকরা হাল ছেড়ে দিয়েছেন। হয়ত আজকের ম্যাচটিই তার দেখা বিশ্বকাপে নিউজিল্যান্ডের শেষ ম্যাচ। ১৯৯২ বিশ্বকাপে নিজে অধিনায়ক ছিলেন, সেই সেমিফাইনালেই তুলতে পেরেছিলেন দলকে কিন্তু এবার নিউজিল্যান্ড ফাইনালে। তাই ম্যাককালাম দলের প্রতি তার আকুতি একটি জয়ের জন্য। এই অসুস্থ শরীর নিয়েও মাঠে উপস্থিত থাকবেন তিনি ইতিহাসের সাক্ষি হতে। তিনি বলেছেন ‘রোববার মেলবোর্নে সারাদিন আমি আমার চোখের পানি আটকে রাখব। সারাদিন রুদ্ধশ্বাসে অপেক্ষা করব যেভাবে সন্তানের জন্য অপেক্ষা করে দুশ্চিন্তাগ্রস্থ বাবা’। তিনি আরও বলেছেন ‘বুঝতে পারছি এটাই আমার শেষ ক্রিকেট-উপভোগ’। এবং এটাকে তিনি নিজের জীবনের সেরা মুহূর্ত বলে অভিহিত করেছেন। ম্যাককালাম তার এই উক্তিগুলো শুনে চোখের জল ধরে রাখতে পারেননি বলেছেন ‘আমরা ক্রোর জন্য ম্যাচটা জিততে চাই, বিশ্বকাপ জিততে চাই। আমরা চাই, এমন কিছু করতে, যা তাকে প্রচণ্ড আনন্দ দেবে।’ আজ ক্রোর জন্য হলেও কিউইরা মাঠে জান দিয়ে দেবে সেটা বুঝি আর বলার অপেক্ষা রাখেনা।

Comments
Loading...