Connecting You with the Truth

শুরু হলো চারদিনব্যাপী আয়কর মেলা

income tex fareস্টাফ রিপোর্টার:
আয়কর দেওয়ায় উৎসাহিত করতে দেশজুড়ে শুরু হয়েছে চারদিনব্যাপী জাতীয় আয়কর মেলা। গতকাল সকালে রাজধানীর বেইলি রোডে অফিসার্স ক্লাবে মেলার উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। রাজধানীর পাশাপাশি দেশের বিভাগীয় শহর ও ৫৭টি জেলায় এই মেলা আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। আর পার্বত্য জেলাগুলোতে ভ্রাম্যমান ব্যবস্থায় একদিন মেলার আয়োজন করবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। করদাতাদের উৎসাহিত করতে ২০০৮ সাল থেকে এই মেলার আয়োজন করে আসছে এনবিআর। এবারের মেলা থেকে ১৫০০ কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে এনবিআর। আগের বছর এ মেলা থেকে আয় হয়েছিল এক হাজার ১১৮ কোটি টাকা। গত বছরের মেলায় এক লাখ ৩২ হাজার ১৭ জন আয়কর রিটার্ন দাখিল করেন; সেবা নেন পাঁচ লাখ ১০ হাজার ১৪৫ জন। এবারের মেলায় আয়কর ও সেবাগ্রহিতা দুটোই বাড়বে বলে আশা করছেন এনবিআরের চেয়ারম্যান গোলাম হোসেন। মেলায় করদাতারা রিটার্ন দাখিল করতে পারছেন। এর সঙ্গে নতুন ও পুরনো করদাতাদের ই-টিআইএন খোলা, আগে চালু করা ই-টিআইএনের ভুল সংশোধন, অনলাইনে রির্টান দাখিল করা এবং আয়কর সংক্রান্ত পরামর্শও দেয়া হচ্ছে মেলায়। মেলায় বসানো হয়েছে ২৭টি হেল্প ডেস্ক, যার প্রতিটিতে দুজন কর কর্মকর্তা করদাতাদের ফরম পূরণ ও আয়করের হিসাব নির্ধারণসহ অন্যান্য পরামর্শ দিচ্ছেন। রিটার্ন দাখিলের জন্য ৪৪টি বুথের প্রতিটিতেও দুজন কর্মকর্তা রয়েছেন। রয়েছে ই-পেমেন্টের জন্য একটি বুথ, অধিক্ষেত্র জানার জন্য ৯টি বুথ ও ৮টি ব্যাংক বুথ। এছাড়া নতুন ও পুরানো করদাতাদের ই-টিআইএন খুলে দেওয়ার জন্য একটি বড় ডেস্ক কাজ করছে, যেখানে ৪৪ জন্য এক্সপার্ট রয়েছেন। উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, “আয়করদাতা বাড়ানোর মাধ্যমে রাজস্ব আদায় বাড়াতে হবে। করদাতার সংখ্যা বাড়লে রাজস্ব আয় বাড়বে। কর আদায়ের ক্ষেত্রে সংশ্লিষ্টদের আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে। কর আদায় করতে গিয়ে করদাতাকে কষ্ট দেওয়া যাবে না, মানুষ যাতে ভয় না পায় এবং অযথা হয়রানির শিকার না হয়, তা নিশ্চিত করতে হবে।” বাণিজ্যমন্ত্রী বলেন, “১৬ কোটি মানুষের দেশে মাত্র ১২ লাখ করদাতা নিয়মিত আয়কর প্রদান করেন। এ সংখ্যা নিতান্তই কম। আয়কর প্রদানের ক্ষেত্রে করদাতাদের উদ্বুদ্ধ করতে হবে।” এনবিআরের চেয়ারম্যান গোলাম হোসেন বাণিজ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, “শীর্ষ করদাতারা অনেকদিন ধরে সিআইপি মর্যাদা দাবি করে আসছে।” এ বিষয়ে মন্ত্রণালয় ইতিবাচক সিদ্ধান্ত দিলে আয়কর আরও বাড়বে বলে তিনি মনে করেন। বাণিজ্যমন্ত্রী বলেন, “যারা বেশি কর দেন তাদের সিআইপি ঘোষণা করা হবে। আমি অর্থমন্ত্রীর সাথে এ নিয়ে আলোচনা করবো।” জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর প্রশাসন ও মানব স¤পদ ব্যবস্থাপনা) বশির উদ্দিন আহমেদ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

Comments
Loading...