শেখ রাসেলের দলবদল
স্পোর্টস ডেস্ক:
জমকালো আয়োজনের মধ্য দিয়ে দলবদল হলো শেখ রাসেল ক্রীড়া চক্রের। বাদ্য বাজিয়ে, ঘোড়ার গাড়ি চড়ে হলো দলবদলের বর্ণাঢ্য উদযাপন। এতে বুধবার (৭ জানুয়ারি) নগরীর ব্যস্ততম এলাকা মতিঝিল ক্লাবপাড়াও কিছু সময়ের জন্য প্রাণচাঞ্চল্য ফিরে পেলো যেন। সন্ধ্যা ঘনিয়ে আসার আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সামনে ব্যতিক্রম এ আয়োজনে ক্লাবপাড়ার মানুষ উৎসুক হয়ে ওঠেন। কিছুক্ষণ পরই তাদের সে ধাঁধার অবসান ঘটে। দেশের অন্যতম শীর্ষস্থানীয় ফুটবল দল শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেড ২০১৪-১৫ মৌসুমে বাংলাদেশ পেশাদার লিগের দলবদল করতে আসে এমনিভাবে চমকে দিয়েই। জাহিদ হাসান এমিলি, মোহাম্মদ জাহিদ হোসেন, ওয়ালি ফয়সাল, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাসরা ঘোড়ার গাড়িতে চড়ে বিকেলে দলবদল করতে আসেন বাফুফে ভবনে। বাদ্য বাজিয়ে সে যাত্রা রূপ নেয় মহাসমারোহে। দলবদলে ২৯ ফুটবলারের নাম জমা দেয় শেখ রাসেল। এর মধ্যে ২ জন বিদেশি এবং বাকি ২৭ জন বাংলাদেশের, যার মধ্যে রয়েছেন বঙ্গবন্ধু কাপের জন্য ঘোষিত স্কোয়াডের ৭ ফুটবলার।
নতুন মৌসুমের শেখ রাসেল স্কোয়াড:
মামুন (মোহামেডান), রাসেল মাহমুদ লিটন (মুক্তিযোদ্ধা), মাসুদ রানা (শেখ রাসেল), রাকিবুল ইসলাম রনি (শেখ রাসেল), আমিনুল ইসলাম (শেখ রাসেল), ওয়ালি ফয়সাল (আবাহনী), রেজাউল করিম (শেখ রাসেল), মো. ইয়াসিন (শেখ জামাল), তপু বর্মণ (মোহামেডান), নজরুল ইসলাম (চট্টগ্রাম আবাহনী), সোহেল রানা (শেখ রাসেল), আবদুল হামিদ ভাসানী (আবাহনী), মুরাদ হাসান (শেখ রাসেল), শেখ মোহ. আশরাফ হোসেন (মুক্তিযোদ্ধা), জাহিদ হোসেন (মোহামেডান), জামাল হোসেন (আবাহনী), শাহেদুর আলম শাহেদ (আবাহনী), ফজলে রাব্বি (শেখ রাসেল), আতিকুর রহমান মিশু (আবাহনী), হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস (মোহামেডান), মোখলেসুর রহমান (বিজেএমসি), আবু সুফিয়ান ইউসুফ শিফাত (মোহামেডান), জাহিদ হাসান এমিলি (মোহামেডান), মিঠুন চৌধুরী (শেখ রাসেল), আসাদুজ্জামান বাবলু (ফকিরেরপুল), মো. রকি (ফকিরেরপুল), বোজান প্যাটট্রিক (শেখ রাসেল, সার্বিয়া), কিংসলে চিগোজি এনকোওচা (নাইজেরিয়া)।