Connecting You with the Truth

শেন ওয়ার্নের অযৌক্তিক দাবি !

s-6স্পোর্টস ডেস্ক:
নানা সময়ে বিভিন্ন রকমের উদ্ভট কথার জন্যে সংবাদের শিরোনাম হওয়া যেন শেন ওয়ার্নের অভ্যাসে পরিণত হয়েছে। এবারো তার ব্যতিক্রম ঘটেনি। নিজের ওয়েবসাইটে দেয়া এক কলামে শেন ওয়ার্ন পরামর্শ দেন ওয়ানডেতে বোলারদের জন্যে আনলিমিটেড ওভার রাখার জন্যে! অনেকটা অযৌক্তিকই বলা চলে বর্তমান ক্রিকেটের প্রেক্ষাপটে। ওয়ার্নের দাবি, বর্তমান সময়ে ফিল্ডার সীমাবদ্ধতা, পাওয়ার প্লে ইত্যাদি মিলিয়ে বোলাররা কোন রকম সুবিধা করতে পারছেনা ওয়ানডেতে। একজন বোলার মাত্র ১০ ওভার বল করতে পারে। যে ভালো বোলিং করল তাকে আরো অনেক বেশি ওভার দেয়া উচিত বলে মনে করেন শেন ওয়ার্ন। সেক্ষেত্রে যারা ভালো বোলিং করতে তাদের জন্যে সীমাহীন ওভার রাখার পরামর্শ দিলেন ওয়ার্ন। আর তা না হলে রান কমাতে প্রতি দলের অধিনায়ককে ম্যাচেই দেখাতে হয় আগ্রাসী মনোভাব। যার ফলে চার এবং ছয়ের মাধ্যমে ব্যাটসম্যানদের রান তোলা আরো সহজ হয়ে পড়ে। ওয়ার্নের এই যুক্তি ধপে টিকে কিনা এখন সেটাই দেখার বিষয়!

Comments
Loading...