Connecting You with the Truth

শেরপুরে ঘাতক বাসে পিষ্ঠ করলো সব্জি বিক্রেতা কে

শেরপুর প্রতিনিধি:
শেরপুর সদর উপজেলার নবীনগর এলাকায় বাসের চাপায় ইজাদুল হক (৫২) নামে এক সবজি বিক্রেতা নিহত হয়েছেন। গত শনিবার বিকেলে শেরপুর-ময়মনসিংহ ফিডার রোডে এ দুর্ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ৯টার দিকে শেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইজাদুলের বাড়ি শেরপুর সদর উপজেলার খুনুয়া গ্রামে। তিনি শেরপুর শহরে ভ্যানে ফেরি করে সবজি বিক্রি করতেন।
পুলিশ জানায়, ইজাদুল বিকেলে সবজি বিক্রি করে শেরপুর শহর থেকে বাড়ি ফিরছিলেন। পথে নবীনগর এলাকায় ঢাকা থেকে শেরপুরগামী একটি বাস তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সেদিন রাতেই তিনি মারা যান। শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Comments
Loading...