Connecting You with the Truth

শেরপুরে বিএনপির অবস্থান কর্মসূচি পালিত

শেরপুর প্রতিনিধি:
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আওয়ামীলীগ সরকারের দু:শাষণ, গ্যাস, বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও ১০ দফা দাবীসহ খালেদা জিয়ার মুক্তিরদাবীতে শেরপুর জেলা বিএনপির আয়োজনে অবস্থান কর্মসূচী পালন করা হয়েছে।

শনিবার বিকেলে শহরের মাধবপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হযরত আলীর বাস ভবনে এ কর্মসূচী পালন করা হয়।

এসময় জেলা বিএনপির সহ সভাপতি হাতেম আলী, শহর বিএনপির সভাপতি মামুনুর রশিদ পলাশ, সাধারণ সম্পাদক আবু রায়হান রূপন, আতাহার আলী, ফরহাদ আলীসহ ১৪ইউনিয়নের নেতাকর্মী, পৌরসভার ৯ টি ওয়ার্ডের নেতাকর্মী ও বিএনপির বিভিন্ন অঙ্গ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Comments
Loading...