Connecting You with the Truth

শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

পৌর প্রতিনিধি, শেরপুর সদর:
শেরপুর জেলায় অবস্থিত স্বনামধন্য শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমির স্কুল মাঠে গত ২৪ জানুয়ারি শনিবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা প্রশাসক মো. জাকির হোসেন, শেরপুর জেলা পুলিশ সুপার মেহেদুল করিম, শেরপুর পৌরসভার মেয়র মো. হুমায়ুন কবির রুমান, শেরপুর সদর উপজেলার চেয়ারম্যান ছানোয়ার হোসেন। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের সভায় সভাপতিত্ব করেন ভিক্টোরিয়া একাডেমির প্রধান শিক্ষক মো. হেদায়েতুল ইসলাম। অনুষ্ঠান শেষে প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Comments
Loading...