Connecting You with the Truth

শেষ পর্যন্ত ন্যূ ক্যাম্পেই খেলতে চান জাভি

s-2
স্পোর্টস ডেস্ক:
বার্সেলোনা মিডফিল্ডার জাভি হার্নান্দেজ জানিয়েছেন, তার বর্তমান ক্লাবের বিপক্ষে মাঠে নামাটা কল্পনা করতে পারেন না। আর ক্যারিয়ারের শেষ দিন পর্যন্ত তিনি ন্যূ ক্যাম্পেই খেলতে চান। এ মৌসুমের শুরুতে নামি-দামি বেশ কয়েকটি ক্লাব জাভিকে দলে ভেড়াতে তোড়জোড় চালিয়েছিল। আর তাকে দলে নিতে সবচেয়ে বেশি আগ্রহ দেখিয়েছিল ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ও জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। জাভি বলেন, ‘আমার কখনোই বার্সা ছাড়ার ইচ্ছে নেই। আমি অনেক আগেই অন্য ক্লাবে যেতে পারতাম। তবে আমার মন সবসময় এখানেই পড়ে থাকে।’ ৩৪ বছরের তারকা আরো বলেন, ‘আমি ক্লাব কর্তৃপক্ষকে বলেছি যে, ইউরোপের অন্য কোন দলে আমি খেলতে চাই না। আর বার্সার বিপক্ষেও আমি খেলতে চাই না। আমি আমার ক্যারিয়ার এখানেই শেষ করতে চাই।’ জাভির বর্তমান চুক্তি অনুযায়ী বার্সাতে আগামী ২০১৬ সালের জুন পর্যন্ত তিনি খেলতে পারবেন। তিনি কাতালানদের হয়ে ৪৭৫ ম্যাচ খেলে ৫৬টি গোল করেছেন।


Comments
Loading...