শেষ পর্যন্ত সেমিফাইনালে ফেদেরার
স্পোর্টস ডেস্ক:
ফরাসী টেনিস তারকা গেইল মনলিফের দুর্দান্ত নৈপুণ্যে বিদায়ের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিলেন রজার ফেদেরার। কিন্তু ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত নবম বারের মতো ইউএস ওপেন সেমিফাইনাল নিশ্চিত করলেন তিনি। বৃহস্পতিবার নিউইয়র্কে প্রথম দুই সেটে হেরে তৃতীয় সেটে জয় তুলে নেন ফেদেরার। আর সবচেয়ে বেশি বয়সে গ্রান্ড¯¬াম জয়ের স্বপ্নটা প্রায় শেষ হতে বসেছিল চতুর্থ সেটে। তবে ফেদেরার ঘুড়ে দাঁড়ানোর পর আর খেলায় ফিরতে পারেননি মনলিফ। ফলে নবম বারের মতো ফেদেরার সেমিফাইনাল নিশ্চিত করলেন ৪-৬, ৩-৬, ৬-৪, ৭-৫, ৬-২ সেটে ফরাসী টেনিস তারকা মনলিফকে হারিয়ে। এই জয়ের পর ১৭ গ্রান্ড¯¬াম জয়ী সুইস টেনিস তারকা বলেন বলেন, ‘গেইল চমৎকার খেলেছে। তবে আমি প্রথম দুই সেট হারার পরও জানতাম জয়ের পথটা আর বহু দূরে রয়েছে তার কাছ থেকে। তারপর থেকে প্রতিটি পয়েন্টের জন্য লড়েছি আমি।’ অন্যদিকে আঠারো বছর পর ক্রোয়েশিয়ান খেলোয়াড় হিসেবে মারিন সিলিচ ইউএস ওপেনের শেষ চারে যায়গা করে নিয়েছে। থমাস বার্ডিচকে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন মারিন সিলিচ।