Connecting You with the Truth

শেষ মুহূর্তের গোলে বায়ার্নের জয়

s-7
স্পোর্টস ডেস্ক:
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শুরুটা ম্যানচেস্টার সিটির জন্য ভাল না হলেও দারুণ শুরু করল বায়ার্ন মিউনিখ। পেপ গার্দিওলার শিষ্যরা ম্যান সিটির বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে। চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় দিন ম্যান সিটি আর বায়ার্ন মিউনিখের এ ম্যাচের দিকে চোখ দিয়ে রেখেছিল ফুটবল বিশ্ব। দ্বিতীয় দিনের এ ম্যাচটিকেই ধরা হয়েছিল হাইভোল্টেজ ম্যাচ। আর সে ম্যাচে উত্তেজনা ছড়িয়ে শেষ মুহূর্তে গোল করে জয় তুলে নেয় বায়ার্ন মিউনিখ। আক্রমণ আর পাল্টা-আক্রমণ দিয়ে শুরু হওয়া ম্যাচে গোলের দেখা পায়নি ৬৮ হাজার দর্শক। ৯০ মিনিটে গিয়ে ফুটবলারদের সঙ্গে তারা গোলের দেখা পায়। দর্শকদের হতাশ না করে সুন্দর ফুটবলের দুই দলই তারকা খেলোয়াড়দের নিয়ে মাঠে নেমেছিল। বায়ার্নের হয়ে মাঠে শুরু থেকেই খেলেছেন ম্যানুয়েল ন্যুয়ের, রাফিনহা, বোয়েতাং, বার্নাট, জাভি অলোনসো, মারিও গোতজে, ফিলিপ লাম, থমাস মুলার, জরদি আলবারা। পরে বদলি হিসেবে মাঠে এসেছিলেন দান্তে, আরিয়েন রোবেনরা। আর ম্যান সিটির হয়ে প্রথম একাদশে খেলেছিলেন জো হার্ট, ফার্নান্দিনহো, ইয়াইয়া তোরে, নাভাস, সিলভা, সামির নাসরি, ইডেন জেকোরা। পরে মাঠে বদলি হিসেবে এসেছিলেন সার্জিও আগুয়েরো। তবে, দলকে পরাজয়ের হাত থেকে বাঁচাতে পারেন নি তারা। জার্মানির জায়ান্টদের হয়ে ম্যাচের ৯০ মিনিটে জার্মান ডিফেন্ডার জেরোম বোয়েতাং গোল করেন। তার একমাত্র গোলে জিতেছে পেপ গার্দিওলার দল। বিশ্বকাপের একমাত্র গোলের মালিক গোতজের পাস থেকে গোলটি করেন বোয়েতাং। আরো কয়েকটি গোলের সুযোগ পেয়েছিল স্বাগতিক হিসেবে খেলতে নামা বায়ার্ন। তবে, ম্যাচে গোলরক্ষকের দারুণ দায়িত্ব পালন করা ম্যান সিটির ইংলিশ তারকা জো হার্ট বায়ার্নের গোলমুখে নেওয়া শটগুলো ফিরিয়ে দেন।


Comments
Loading...