শৈলকুপায় দু’দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন
জেলা প্রতিনিধি, ঝিনাইদহ:
ঝিনাইদহের শৈলকুপায় দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৫’র উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে উপজেলা চত্বরে আনুষ্ঠানিকভাবে ফিতা কাটার মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সরকার মেলার উদ্বোধন করেন।
উদ্বোধনকালে উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। শৈলকুপা উপজেলার প্রশাসনের আয়োজনে মেলায় সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র, ব্যাংক, বীমাসহ বিভিন্ন বেসরকারি সংস্থা স্টল দেয়।
সামগ্রিক তথ্য প্রযুক্তিকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এ মেলার আয়োজন করা হয়।