Connecting You with the Truth

শোক দিবস উপলক্ষে পল্লবী থানা আ.লীগের আলোচনা ও দোয়া মাহফিল

ইমন, মিরপুর:

ঢাকার পল্লবী থানাধীন ৩নং ওয়ার্ড আলীগের উদ্যোগে বুধবার মীরপুরের-১১ সেকশনের তাঁরা মেডিকেল সংলগ্ন ওয়ার্ড আওয়ামী লীগের অফিসের সামনে জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলা প্রসঙ্গে আলোচনা সভা ও দোয়া মাহাফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, এমপি, সাধারণ সম্পাদক ঢাকা মহানগর আ.লীগ ও মন্ত্রী ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, প্রধান অতিথি ছিলেন এম এ আজিজ, ভারপ্রাপ্ত সভাপতি, ঢাকা মহানগর আ.লীগ। বিশেষ অতিথি এ.কে আজাদ, কার্যকরি সদস্য ঢাকা মহানগর আ’লীগ মো. ইসমাইল হোসেন সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগ, আশরাফুন্নেছা (পারুল) সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটি, যুব মহিলালীগ। সভাপতিত্ব করেন মো. বাহাউদ্দিন বাহার, সভাপতি ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ। প্রধান অতিথির হাত দিয়ে তবারক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Comments
Loading...