শোক দিবস পালিত হেলো ঝিনাইদহে
মাসুদুজ্জামান লিটন, ঝিনাইদহ সদর:
ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্য দিয়ে ১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্য ছিল পুষ্পমাল্য অর্পণ, শোক-র্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, দোয়া মাহফিল, যুব ঋণের চেক ও সমাজ সেবা অধিদপ্তরের মাধ্যমে অনুদানের চেক বিতরণ।
শুক্রবার সারাদিনব্যাপী উল্লেখিত কর্মসূচি পালন শেষে জেলা তথ্য অফিসের উদ্যোগে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর নির্মিত আলোকচিত্র প্রদর্শিত হয়। সবশেষে বিভিন্ন মসজিদ ও মন্দিরে প্রার্থনা করা হয়। এছাড়া জেলার শৈলকুপা, কালীগঞ্জ, হরিণাকুন্ডু, কোটচাঁদপুর ও মহেশপুরে শোক-র্যালি ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়।