জাতীয়
শ্রমিক আমদানি বাড়ানোর সিদ্ধান্তে মালয়েশিয়াকে প্রধানমন্ত্রীর সন্তোষ
স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ থেকে আরো বেশি জনশক্তি আমদানির সিদ্ধান্ত নেয়ায় মালয়েশিয়া সরকারকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশটির সফররত মানব সম্পদমন্ত্রী রিচার্ড রিওত আনাক মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাত করতে গেলে শেখ হাসিনা তার সরকারের সন্তুষ্টির কথা জানান। বাংলাদেশি শ্রমিকদের বৈধতা দেয়ার জন্যও প্রধানমন্ত্রী এ সময় মালয়েশিয়া সরকারকে ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রীর প্রেসসচিব একেএম শামীম চৌধুরী জানান, বাংলাদেশের শ্রমিকরা সৎ এবং কঠোর পরিশ্রমী বলে তারা দুই দেশের অর্থনীতিতেই অবদান রাখছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। সাক্ষাতকালে মালয়েশিয়ার মন্ত্রী জানান, সরকারি পর্যায়ের চুক্তির আওতায় এখন শুধু বনায়ন খাতেই নয়, আবকাঠামো, সেবা, উৎপাদনসহ সব খাতেই বাংলাদেশ থেকে শ্রমিক নেবে মালয়েশিয়া। শামীম চৌধুরী বলেন, “সরকারিভাবে মালয়েশিয়া বাংলাদেশ থেকে শ্রমিক নেবে।” সাক্ষাতকালে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন, দুই দেশের মধ্যে এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরো দৃঢ় হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মালয়েশিয়া সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরো জোরলো হয় বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ জানিয়েছেন সেদেশের মানব সম্পদমন্ত্রী। এ প্রসঙ্গে শামীম চৌধুরী বলেন, নভেম্বরের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরের সম্ভাবনা রয়েছে। সাক্ষাতকালে প্রবাসী কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবদুস সোবহান শিরদার, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব আবুল কালাম আজাদ এবং বাংলাদেশে মালয়েশিয়ার হাই কমিশনার নওরীন বিনতি ওথমান এসময় উপস্থিত ছিলেন।
Highlights
কর্মচারী ‘নয়ন সিন্ডিকেটের’ দাপটে তটস্থ রমেক হাসপাতাল
Highlights
শেরপুরে মিথ্যা মামলার প্রতিবাদে উপজেলা ভাইস চেয়ারম্যানের সংবাদ সম্মেলন
জাতীয়
নৌকায় ভোট দিয়ে উন্নয়ন অব্যাহত রাখার আহ্বান সাংসদ সেলিমা আহমাদের
-
আন্তর্জাতিক8 years ago
গ্রিস প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা
-
আন্তর্জাতিক8 years ago
যুক্তরাষ্ট্রে দুটি বিমানের সংঘর্ষে ৪ জনের মৃত্যু
-
স্বাস্থ্য7 years ago
গলা ব্যথার কারণ ও চিকিৎসা
-
দেশজুড়ে8 years ago
আজ চন্দ্র গ্রহন সন্ধা ৬টা ১২ মিনিট থেকে রাত ৮ টা ৫৯ মিনিট পর্যন্ত
-
বিবিধ9 years ago
আর অটো রিক্সা নয় এবার অবিশ্বাস্য কম দামের গাড়ি!
-
জাতীয়7 years ago
আন্তর্জাতিক নারী দিবস আজ
-
জাতীয়8 years ago
স্বাধীনতা যুদ্ধের পটভূমি ও মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা
-
ফিচার8 years ago
বাংলাদেশের ৬৪ জেলার নামকরণের ইতিহাস