Connecting You with the Truth

শ্রমিক আমদানি বাড়ানোর সিদ্ধান্তে মালয়েশিয়াকে প্রধানমন্ত্রীর সন্তোষ

Pm-2055--4
স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ থেকে আরো বেশি জনশক্তি আমদানির সিদ্ধান্ত নেয়ায় মালয়েশিয়া সরকারকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশটির সফররত মানব সম্পদমন্ত্রী রিচার্ড রিওত আনাক মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাত করতে গেলে শেখ হাসিনা তার সরকারের সন্তুষ্টির কথা জানান। বাংলাদেশি শ্রমিকদের বৈধতা দেয়ার জন্যও প্রধানমন্ত্রী এ সময় মালয়েশিয়া সরকারকে ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রীর প্রেসসচিব একেএম শামীম চৌধুরী জানান, বাংলাদেশের শ্রমিকরা সৎ এবং কঠোর পরিশ্রমী বলে তারা দুই দেশের অর্থনীতিতেই অবদান রাখছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। সাক্ষাতকালে মালয়েশিয়ার মন্ত্রী জানান, সরকারি পর্যায়ের চুক্তির আওতায় এখন শুধু বনায়ন খাতেই নয়, আবকাঠামো, সেবা, উৎপাদনসহ সব খাতেই বাংলাদেশ থেকে শ্রমিক নেবে মালয়েশিয়া। শামীম চৌধুরী বলেন, “সরকারিভাবে মালয়েশিয়া বাংলাদেশ থেকে শ্রমিক নেবে।” সাক্ষাতকালে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন, দুই দেশের মধ্যে এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরো দৃঢ় হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মালয়েশিয়া সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরো জোরলো হয় বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ জানিয়েছেন সেদেশের মানব সম্পদমন্ত্রী। এ প্রসঙ্গে শামীম চৌধুরী বলেন, নভেম্বরের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরের সম্ভাবনা রয়েছে। সাক্ষাতকালে প্রবাসী কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবদুস সোবহান শিরদার, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব আবুল কালাম আজাদ এবং বাংলাদেশে মালয়েশিয়ার হাই কমিশনার নওরীন বিনতি ওথমান এসময় উপস্থিত ছিলেন।

Comments
Loading...