Connecting You with the Truth

শ্রীপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

 

শ্রীপুর, গাজীপুর:

শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নাধীন গাড়ারণ গ্রাম থেকে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত রবিবার সকালে শ্রীপুর থানা পুলিশ উদ্ধার করে বিউটি আক্তার (২০) নামের গৃহবধূর লাশটি। ঘটনার পর পরই স্বামী সতীন পলাতক রয়েছে বলে জানা যায়। পুলিশ জানায়, গাড়ারণ গ্রামের জালাল উদ্দিনের পুত্র ফারুক ২০১৩ সালের ৬ জুন কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার দক্ষিণ সরারচর গ্রামের লাইছ মিয়ার কন্যা বিউটিকে নোটারি পাবলিকের মাধ্যমে বড় স্ত্রীর বিনা অনুমতিতে দ্বিতীয় বিয়ে করে। বিয়ের পর থেকে কৃষক ফারুক বিউটিকে নিয়ে গোপনে শ্রীপুরের বিভিন্ন স্থানে ঘর ভাড়া নিয়ে স্বামী-স্ত্রী হিসেবে বসবাস করে আসছিল। গত সপ্তাহে বিউটি গাড়ারণ গ্রামে ফারুকের নিজ বাড়িতে উঠলে প্রথম স্ত্রী মুর্শিদাসহ বাড়ির অন্যান্যদের সাথে তার ঝগড়া হয়। রবিবার সকালে স্থানীয় জনতা বাড়ির পশ্চিম পার্শ্বে বিউটির ঝুলন্ত লাশ দেখতে পায়। ঘটনার পর থেকে স্বামী ফারুক ও তার ১ম স্ত্রী মুর্শিদা গা ঢাকা দেয়। পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। লাশের গায়ে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। প্রতিবেশীরা জানায়, ইতোপূর্বে ফারুক মুর্শিদাকে ঘরে রেখে বিউটি ছাড়া আরও দুইটি অননুমোদিত বিয়ে করেছিল।

 

Comments
Loading...