শ্রীপুরে যুবলীগের হরতাল বিরোধী মিছিল
শ্রীপুর প্রতিনিধি, গাজীপুর:
২১ সেপ্টেম্বর রবিবার সকাল ১০টায় শ্রীপুর উপজেলা যুব লীগের উদ্যোগে হরতালের প্রতিবাদে মিছিল হয়। উক্ত মিছিলে যুব লীগের সভাপতি কমর উদ্দিন ও মনিরুজ্জামানের নেতৃত্বে মিছিলে যুব লীগের শত শত কর্মী অংশগ্রহণ করে। এদিকে শনিবার শ্রীপুরের মাওনা ইউনিয়নে যুবলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আ’লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক প্রধান বক্তা রাজাবাড়ী ইউনিয়নের কৃতি সন্তান ও উপজেলা যুব লীগের সভাপতি কমর উদ্দিন, বিশেষ বক্তা মনিরুজ্জামান। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল জলিল বিএ, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বুলবুল, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা যুব লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আ. ছাত্তার সরকার, সাংস্কৃতিক সম্পাদক মানোয়ার হোসেন ঢালী, সহ-সম্পাদক আতিকুর রহমান, সহ-সম্পাদক অহিদুজ্জামান, সদস্য সালাউদ্দিন বাবুল, শফিকুল ইসলাম শফিক, রতন, মোহাম্মদ আলী, গাজীপুর ইউনিয়ন যুব লীগ নেতা জাকির হোসেন প্রমুখ।