Connecting You with the Truth

শ্রীপুরে ২ ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

শফিকুল ইসলাম, শ্রীপুর, গাজীপুর:
গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজেন্দ্রপুর রেলগেইট এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার দুপুরে একটি মোটরসাইকেলসহ দুই ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। শ্রীপুর থানার এ এস আই আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজেন্দ্রপুর রেলগেইট এলাকা থেকে ৩০ পিস ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো-রাজেন্দ্রপুর এলাকার আলহাজ্ব সালাউদ্দিনের পুত্র রাজীব সরকার (২৪) ও একই এলাকার শরিফ মিয়ার পুত্র আল হাসান শুভ (২৫)। তাদের বিরুদ্ধে শ্রীপুর থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।

Comments
Loading...