শ্রীবরদীতে এস আরের টাকা ছিনতাই
শ্রীবরদী প্রতিনিধি, শেরপুর:
শেরপুরের শ্রীবরদী পৌর শহরের চাউলহাটি থেকে ফারুক মিয়া (২৬) নামে প্রাণ কোম্পানির এক এস আরের টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তরা তাকে মাথায় প্রচণ্ড আঘাত করে। এতে সে আহত হলে তাকে উপজেলা সদর হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, প্রাণ কোম্পানির এস আর ফারুক মিয়া শ্রীবরদী উপজেলার ভায়াডাঙা বাজারে তার দৈনিক কালেকশন সম্পন্ন করে পৌর শহরে আসে। এ সময় অজ্ঞাত একজন চাউল হাটির এক নতুন দোকানে অর্ডার দিবে বলে তাকে ডেকে নিয়ে যায়। বাজারে বিদ্যুৎ না থাকায় সেখানে তখন লোকজনও ছিল কম। এ সুযোগে দুর্বৃত্তরা তার মুখে গামছা বেঁধে তার মাথায় প্রচণ্ড আঘাত করে। এক পর্যায়ে প্রাণনাশের ভয় দেখিয়ে তার কাছ থেকে প্রায় ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ হামলায় দুর্বৃত্তদের কিলঘুষিতে গুরুতর আহত হন ফারুক মিয়া। পরে তার ভ্যানচালক সোহেল তাকে খুঁজতে গেলে ঘটনাস্থলে তাকে মাটিতে পড়ে থাকতে দেখে। অতঃপর সোহেল তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আহত এস আরের বাড়ি বকশিগঞ্জ উপজেলার নিলক্ষিয়া গ্রামে। তার বাবা কৃষক আব্দুল হালিম। এ ঘটনার সংবাদ পেয়ে রাত ১০টার দিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সংশ্লিষ্ট থানা কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।