শ্রীবরদীতে জমি নিয়ে সংঘর্ষে এক কৃষক নিহত
শ্রীবরদী প্রতিনিধি, শেরপুর:
শেরপুরের শ্রীবরদীতে জমি নিয়ে সংঘর্ষে আব্দুল করিম (৪৩) নামে এক কৃষক নিহত হয়েছে। সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হয়ে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হলে রবিবার সকালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত কৃষক শ্রীবরদী উপজেলার পূর্ব লংগরপাড়া গ্রামের ইজ্জত আলীর ছেলে। এ ঘটনায় মৃতের স্ত্রী জহুরা খাতুন বাদী হয়ে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করেছেন।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, শ্রীবরদী উপজেলার পূর্ব লংগরপাড়া গ্রামের আব্দুল করিমের সাথে তার প্রতিবেশী আব্দুল মালেকের জমি নিয়ে বিরোধ চলছিল। গত ১৬ আগস্ট বিরোধপূর্ণ জমিতে আব্দুল করিম কাজ করতে গেলে আব্দুল মালেকসহ ৭/৮ জন লাঠিসোঠা নিয়ে তার ওপর হামলা করে। এতে আব্দুল করিম গুরুতর আহত হয়। পরে তার লোকজন ঘটনাস্থল থেকে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। ক’দিনের চিকিৎসার পর রবিবার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় মৃতের স্ত্রী জহুরা খাতুন বাদী হয়ে শ্রীবরদী থানায় তার প্রতিপক্ষ আব্দুল মালেক, নান্ডা মিয়া, আব্দুর রহিমসহ ৬/৭ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।
এ মামলার তদন্তকারী অফিসার এসআই কালাম জানান, এ ঘটনায় আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।