শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচন; পরাজয় মেনে নিলেন মাহিন্দা রাজাপাকসে
নির্বাচনে নিজের পরাজয় মেনে নিয়েছেন শ্রীলংকার প্রেসিডেন্ট মাহিন্দ্রা রাজা পাকসে। নিজ জোট থেকে সরে যাওয়া স্বাস্থ্যমন্ত্রী মাইত্রিপালা সিরিসেনার কাছেই ধরাশায়ী হলের একদশকেরও বেশি সময় ধরে সিংহাসনে থাকা পাকসে। পাকসের প্রেস সচিব বিজয়ানন্দ হেরাথ বলেছেন, “সকালে সাবেক প্রধানমন্ত্রী রনিল উইকরেমেসিংহে এর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রেসিডেন্ট রাজা পাকসে। তিনি পরাজয় মেনে নিয়েছেন এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী তাদের নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করবেন।” বৃহস্পতিবারের নির্বাচনের প্রাথমিক ফলাফলে দেখা যায়, সাবেক স্বাস্থ্যমন্ত্রী মাইত্রিপালা সিরিসেনা ৫৬.৫ শতাংশ ভোট পেয়েছেন এবং রাজা পাকসে ৪২ শতাংশ ভোট পেয়েছেন। গত নভেম্বর মাসে পাকসের মন্ত্রীসভা থেকে পদত্যাগ করেন সিরিসেনা এবং প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার ঘোষণা দেন। তিনি দুর্নীতি রোধ ও প্রেসিডেন্টের ক্ষমতা সংশোধন করার আশ্বাস দিয়েছেন। দেশটিতে তামিল যোদ্ধাদের পরাস্ত করে গৃহযুদ্ধের অবসান ঘটিয়ে ২০১০ সালে বিপুল জনপ্রিয়তা নিয়ে ক্ষমতায় আসেন পাকসে। সমালোচকরা বলছেন ক্ষমতায় বসার পর থেকেই কর্তৃত্বপরায়ণ হয়ে উঠেছেন পাকসে। মন্ত্রিসভায় তার পরিবারের সদস্যদের প্রাধান্য দিয়েছেন বেশি। সিরিসেনা যে এক রাতের ব্যবধানে তাকে এমনভাবে পরাস্ত করতে পারবেন তা ভাবতেও পারেননি পাকসে।