Connect with us

দেশজুড়ে

শ্রী কৃষ্ণের জন্মদিন পালিত হলো চারঘাটে

Published

on

চারঘাট প্রতিনিধি, রাজশাহী:
সারাদেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় চারঘাটেও সনাতন ধর্মের প্রাণপুরুষ ভগবান শ্রী কৃষ্ণের জন্মদিন পালিত হয়েছে। ভাদ্র মাসের হিন্দু সম্প্রদায় জন্মাষ্টমীকে ঘিরে দিনব্যাপী উপবাস, অর্চনা ও কৃষ্ণ নাম কীর্তন, গীতাপাঠসহ বিভিন্ন আচার-উপচারের মাধ্যমে ধর্মীয় কর্মসূচির আয়োজন করে। গত রবিবার সকালে চারঘাট কেন্দ্রীয় কালি মন্দির চত্ব¡র থেকে একটি শোভাযাত্রা চারঘাট বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কালি মন্দিরে আলোচনা সভা, গীতাপাঠ ও প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়। চারঘাট শাখা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি শ্রী ব্রজহরি দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন চারঘাট উপজেলা (অতিরিক্ত) নির্বাহী কর্মকর্তা বাদল চন্দ্র হালদার, চারঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ফকরুল ইসলাম, জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বাবু রনজিত কবিরাজ, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অসিত কুমার ঘোষ, চারঘাট শাখার সভাপতি অম্বর সরকার, পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী স্বপন কুমার কর্মকার ও অর্জুন কুমার রায় প্রমুখ। এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের ভক্তরা উপস্থিত ছিলেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *