জাতীয়
সততাই শক্তি, সততাই আমার সাহস: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সততাই শক্তি, সততাই আমার সাহস। আমার সাহস-শক্তি সবই আমার বাবা-মা’র অনুপ্রেরণা থেকে এসেছে।
প্রধানমন্ত্রী আজ সংসদে তাঁর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির সদস্য ফখরুল ইমামের এক সম্পূরক প্রশ্নের জবাবে এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, ‘আমার জীবনের রাজনীতির একটাই লক্ষ্য, দেশের দরিদ্র মানুষের ভাগ্যের উন্নয়ন। আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাটা জীবন দেশের মানুষের জন্য সংগ্রাম করেছেন। অত্যাচার নির্যাতন জেল জুলুম সহ্য করেছেন।’
প্রধানমন্ত্রী বলেন, আমি রাজনীতি করি, কিছু পাওয়ার জন্য নয়। আমি আমার নিজের ও বোন রেহানার ছেলে-মেয়েদের বলেছি উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হও, কারণ সেটাই একমাত্র সম্পদ। ছেলে-মেয়েদের কী হবে, আমার কী হবে সেটা আমার লক্ষ্য না।
তিনি বলেন, ‘আমার লক্ষ্য একটাই- দেশের মানুষের জন্য কী দিয়ে গেলাম। তাই দেশের মানুষই আমার শক্তি, দেশের মানুষই আমার সাহস। তাদের আমার প্রতি আস্থা আছে, আমারও দেশের মানুষের প্রতি আস্থা রয়েছে।
জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদের অপর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘পদ্মা বহুমুখী সেতু নির্মাণ’ শীর্ষক প্রকল্পটির ২য় সংশোধিত ডিপিপি গত ৫ জানুয়ারিতে অনুষ্ঠিত একনেক সভায় ২৮ হাজার ৭৯৩ কোটি ৩৯ লাখ টাকা সম্পূর্ণ জিওবি অর্থায়নে ২০১৮ সালের ডিসেম্বরের মধ্যে বাস্তবায়নের জন্য অনুমোদিত হয়েছে।
তিনি বলেন, চলতি ২০১৫-২০১৬ অর্থবছরের ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত ব্যয় হয়েছে প্রায় ৮৯২ কোটি ৪৫ লাখ টাকা। প্রকল্প শুরু থেকে ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত ক্রমপুঞ্জিত ব্যয় ৯ হাজার ১৩৩ কোটি টাকা। বাসস।
Branding
ওয়েডিং ইভেন্ট ম্যানেজমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও মিলনমেলা
Highlights
ফরিদপুরে হেযবুত তওহীদের নারী সম্মেলন অনুষ্ঠিত
Highlights
রাজনৈতিক অস্থিরতা ও বিদেশী শক্তির হস্তক্ষেপ থেকে জাতিকে নিরাপদ রাখার শপথ কুমিল্লা হেযবুত তওহীদের
-
আন্তর্জাতিক8 years ago
গ্রিস প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা
-
আন্তর্জাতিক8 years ago
যুক্তরাষ্ট্রে দুটি বিমানের সংঘর্ষে ৪ জনের মৃত্যু
-
স্বাস্থ্য8 years ago
গলা ব্যথার কারণ ও চিকিৎসা
-
দেশজুড়ে9 years ago
আজ চন্দ্র গ্রহন সন্ধা ৬টা ১২ মিনিট থেকে রাত ৮ টা ৫৯ মিনিট পর্যন্ত
-
বিবিধ9 years ago
আর অটো রিক্সা নয় এবার অবিশ্বাস্য কম দামের গাড়ি!
-
জাতীয়8 years ago
আন্তর্জাতিক নারী দিবস আজ
-
জাতীয়9 years ago
স্বাধীনতা যুদ্ধের পটভূমি ও মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা
-
ফিচার8 years ago
বাংলাদেশের ৬৪ জেলার নামকরণের ইতিহাস