সতীর্থদের প্রতি প্রকাশ্য ক্ষোভ হিগুয়েন
স্পোর্টস ডেস্ক:
নেপোলি সতীর্থদের ওপর ভীষণ রকম চটেছেন গঞ্জালো হিগুয়েন। অ্যাথলেটিক বিলবাওর সঙ্গে ১-১ গোলে ড্র করার পর দলের ওপর ক্ষিপ্ত এই আর্জেন্টাইন ফুটবল তারকা। এ নিয়ে ড্রেসিং রুমে সতীর্থদের প্রতি প্রকাশ্য ক্ষোভও প্রকাশ করেছেন হিগুয়েন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে এমনই তথ্য জানিয়েছেন নেপোলি কোচ রাফায়েল বেনিতেজ। মঙ্গলবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের বাছাই পর্বের তৃতীয় রাউন্ডের খেলায় অ্যাথলেটিক বিলবাওর বিপক্ষে মাঠে নামে নেপোলি। ইকার মুনিয়ানের গোলে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে গেছে বিলবাও। ৬৮ মিনিটে দলকে হারের লজ্জা থেকে বাঁচিয়েছেন হিগুয়েন। দুর্দান্ত গোলে নেপোলিকে ১-১ গোলের সমতায় ফেরান এই আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড। শেষ অবধি ম্যাচটি ড্র হয়েছে। ম্যাচ শেষে ক্ষুব্ধ হিগুয়েন বলেছেন, ‘এই ম্যাচ ড্র করায় আমি এতটাই হতাশ যে, কথা বলতে ইচ্ছে করছে না। নেপোলিকে অবশ্যই চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করতে হবে। তাই চ্যাম্পিয়নের মতোই খেলতে হবে দলকে। আমাদের স্কোয়াড যথেষ্ট শক্তিশালী। পরবর্তী ম্যাচের জন্য আমাদের আরও ভাল প্রস্তুতি নিতে হবে। অবশ্যই ওই ম্যাচ জিততেই হবে আমাদের।’