Connecting You with the Truth

সদরপুরে অগ্নিকান্ডে ৮টি দোকান ভস্মীভুত

faridpur dis

খালেদুর রহমান, ফরিদপুর: ফরিদপুরের সদরপুর উপজেলা সদরের কাজী মার্কেটে রবিবার ভোররাতে অগ্নিকান্ডে ৮টি দোকান ভস্মীভুত হয়েছে। এ সময় দোকানের সমস্ত মালামাল পুড়ে যায়। পরে ফরিদপুর ও ভাঙ্গা থেকে ফায়ারসার্বিস এসে আগুন নিয়ন্ত্রনে আনে। বাজারের ব্যবসায়ীদের থেকে জানা যায় ,রবিবার ভোর পাঁচ টার দিকে কাজী মার্কেটের পাশের ভাঙ্গারী দোকান থেকে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন পাশের দোকান গুলোতে ছড়িয়ে পড়ে। ফলে মোটরসাইকেল শো-রুম ,ইজিবাইক গ্যারেজ , রড সিমেন্টের দোকান সহ আটটি দোকান পুড়ে যায়।পরে ফরিদপুর ও ভাঙ্গা থেকে ফায়ারসার্বিস কর্মীরা এসে প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।এ সময় আগুনে ঘরসহ প্রায় কোটি টাকার মালামাল নষ্ট হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।এ ব্যাপারে ভাঙ্গা উপজেলা ফায়ার সার্বিসের পরিদর্শক শ্রীবাস বলেন ভোর রাতে আগুন লাগায় ক্ষতি বেশী হয়েছে। অগ্নিকান্ডের ঘটনায় কেউ আহত বা নিহত হয় নাই।

Comments
Loading...