Connecting You with the Truth

তিন ইহুদি কিশোরের সন্দেহভাজন অপহরণকারিকে হত্যা করল ইসরায়েল

মঙ্গলবার পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের সঙ্গে গোলাগুলিতে তারা নিহত হন বলে দেশটির সেনাবাহিনী জানিয়েছে।

গোয়েন্দাসূত্রের তথ্য অনুযায়ী ইসলায়েলি সেনা ও পুলিশ হেবরনের একটি ভবন ঘিরে ফেলে। সেখানেই মারওয়ান কাশেম এবং আমের আবু আয়শা অবস্থান করছিলেন। তারা দুজনেই  হামাসের সঙ্গে জড়িত।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছেন, সন্দেহভাজনরা অ্যাসল্ট রাইফেল দিয়ে ঘিরে থাকা নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ করে গুলি ছুঁড়তে শুরু করে। পাল্টা হামলায় তারা নিহত হন।

এই দুই সন্দেহভাজনকে ধরতে ৩ মাস ধরে চেষ্টা করে যাচ্ছিল ইসরায়েলি কর্তৃপক্ষ।

ইসলায়েলি সংবাদমাধ্যমকে হামাস নিশ্চিত করেছে, তাদের দুজন সদস্য হেবরনে নিহত হয়েছেন।

ইহুদি ওই তিন কিশোরের হত্যাকাণ্ডের জের ধরেই ফিলিস্তিনে ৫০ দিনব্যাপী হামলা চালায় ইসরায়েল।

এই হামলা-পাল্টা হামলার ঘটনায় দুই সহস্রাধিক মানুষের মৃত্যু হয়।

গাজার মেডিক্যালসূত্র জানিয়েছে, ইসরায়েলের এই হামলায় ২১০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই সাধারণ মানুষ।

অপরদিকে ইসরায়েলের পক্ষে নিহত হয়েছে ৬৭ জন সেনা ও ৬ জন বেসামরিক মানুষ।

Comments
Loading...