বিবিধ
সফল ব্যক্তিদের বৈশিষ্ট্যে
অন্যান্য:
সফলতা অনেক পরিশ্রমের একটি বিষয়। জীবনে যে কেউ সফল ব্যক্তিতে পরিণত হতে পারেন না। যারা জীবনে সফল হয়েছেন তাদের অনেক কাঠখড়ি পোড়াতে হয়েছে। সাধারণ মানুষদের তুলনায় তারা কিছুটা আলাদা হয়ে থাকেন। জীবন পরিচালনার ক্ষেত্রে তারা কিছুটা ভিন্ন বৈশিষ্ট্যের অধিকারী হয়ে থাকেন।
১. তাদের একটি নির্দিষ্ট লক্ষ্য থাকে :
লক্ষ্য ছাড়া সফলতা অনিশ্চিত। এই মূলমন্ত্রটি সফল ব্যক্তিদের জানা। এ কারণেই জীবনের পথ চলার শুরু থেকেই তারা এই মূলমন্ত্রকে অনুসরণ করে আসেন। জীবনে একটা নির্দিষ্ট লক্ষ্য ঠিক করে নেন এবং সেই লক্ষ্য অর্জনের জন্য কাজ করে যান। আর ঐ লক্ষ্য অর্জনের নিমিত্তে কঠোর পরিশ্রমই তাদের সফল ব্যক্তিতে পরিণত করে দেয়।
২. তারা আÍসচেতন হয়ে থাকেন :
জীবনের সিদ্ধান্তগুলো সঠিক সময়ে সঠিকভাবে নেয়াটা অনেক বড় একটি কাজ। আর এই কাজটি করতে কোনোপ্রকার দ্বিধাবোধ করেন না সফল ব্যক্তিরা। তারা নিজেদের জীবন সম্পর্কে বেশ সচেতন থাকেন। কোন কাজে ভাল হবে কোন কাজে মন্দ হবে এই বিষয়ে সব সময় সচেতন থাকেন। যার ফলে তাদের জীবনে বিফলতা খুব কমই আসে এবং তারা সফল হন।
৩. উদ্যোগী মনোভাব :
কোনো কাজের জন্য উদ্যোগ নেয়া বিষয়টি একেবারে ছেলেখেলা না। পৃথিবীর সব ব্যক্তিই উদ্যোগী হতে পারেন না। অনেকেই এই বিষয়টিকে খুব ভয় পান। কিন্তু জীবনে সফল ব্যক্তিরা বিষয়টিকে খুব সহজভাবেই নিয়ন্ত্রণ করেন। তারা জীবনের চ্যালেঞ্জ নিতেই বেশি পছন্দ করেন। আর এ জন্য উদ্যোগী মনোভাবেই নিজের কাজে এগিয়ে নিয়ে যান এবং নিজের আÍবিশ্বাসের কারণে তারা সত্যি সত্যি সফল হন।
৪. স্বপ্ন দেখতে ভালোবাসেন :
স্বপ্ন যদিও অনেকেই দেখতে ভালোবাসেন তারপরও সফল ব্যক্তিরা স্বপ্ন দেখেন এবং তা বাস্তায়নের চেষ্টা চালিয়ে যান। তারা কখনই স্বপ্ন দেখে হাত পা গুটিয়ে বসে থাকেন না। স্বপ্ন পূরণের জন্য অগ্রসর হন এবং শেষ পর্যন্ত তাদের কঠোর পরিশ্রম দিয়ে স্বপ্ন পূরণ করেন।
বিবিধ
চিফ হিট অফিসার এর দায়িত্ব কি?
বিবিধ
সিদ্দিক বাজার বিস্ফোরণ ২০২৩
বিজ্ঞান ও প্রযুক্তি
ডিজিটাল প্ল্যাটফর্ম নিয়ে যেভাবে সতর্ক থাকবেন
-
আন্তর্জাতিক8 years ago
গ্রিস প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা
-
আন্তর্জাতিক8 years ago
যুক্তরাষ্ট্রে দুটি বিমানের সংঘর্ষে ৪ জনের মৃত্যু
-
স্বাস্থ্য8 years ago
গলা ব্যথার কারণ ও চিকিৎসা
-
দেশজুড়ে8 years ago
আজ চন্দ্র গ্রহন সন্ধা ৬টা ১২ মিনিট থেকে রাত ৮ টা ৫৯ মিনিট পর্যন্ত
-
বিবিধ9 years ago
আর অটো রিক্সা নয় এবার অবিশ্বাস্য কম দামের গাড়ি!
-
জাতীয়8 years ago
আন্তর্জাতিক নারী দিবস আজ
-
জাতীয়9 years ago
স্বাধীনতা যুদ্ধের পটভূমি ও মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা
-
ফিচার8 years ago
বাংলাদেশের ৬৪ জেলার নামকরণের ইতিহাস