Connecting You with the Truth

সবচেয়ে শক্তিশালী পারমানবিক পরীক্ষা করলো উ. কোরিয়া

u-koreaআন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়া আবার পারমানবিক পরীক্ষা চালিয়েছে বলে জানিয়েছে দেশটি। খবর বিবিসি। এটি তার পঞ্চম পারমানবিক পরীক্ষা। দক্ষিণ কোরিয়া আশঙ্কা প্রকাশ জানিয়েছে, এটি সম্ভবত উ. কোরিয়ার সবচেয়ে বড় পরীক্ষা। এ সময় দেশটিতে পাঁচ দশমিক তিন মাত্রার একটি ভূমিকম্প সনাক্ত করা হয়।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিউন-হাই উত্তর কোরিয়ার প্রসিডেন্ট কিম জন-উনকে উন্মাদ বলে অভিহিত করে বলেন, এ ধরনের পারমানবিক পরীক্ষা আত্মঘাতী।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ বলছে, যে এলাকায় ওই ভূমিকম্প হয়েছে সেটি উত্তর কোরিয়ার পারমানবিক পরীক্ষা ক্ষেত্র।
যদিও দেশটির বিরুদ্ধে পারমানবিক বা ক্ষেপণাস্ত্র প্রযুক্তির কোন পরীক্ষা নিরীক্ষা চালাতে জাতিসংঘের নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু গত জানুয়ারি মাসেই নিজেদের চতুর্থ সর্বশেষ পারমানবিক পরীক্ষা চালিয়েছিল উত্তর কোরিয়া।

Comments
Loading...