Connecting You with the Truth

সম্পাদক ফারুক আহমেদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ময়মনসিংহে মানববন্ধন

ময়মনসিংহ বিভাগীয় শহরের শহীদ ফিরোজ জাহাঙ্গীর চত্বরে গতকাল বহুল প্রচারিত দৈনিক রূপবানী’র সম্পাদক ফারুক আহমেদের বিরুদ্ধে ঢাকাস্থ গেন্ডারিয়া থানায় দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও পিবিআই র‌্যাবসহ গোয়েন্দা সংস্থা কর্তৃক সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রকৃত ঘটনা উদঘাটন করে দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক প্রতিবাদ সভা ও মানবন্ধন অনুষ্ঠিত হয়। বিকেলের রৌদ্রকোজ্জল জনাকীর্ণ পরিবেশে রূপবানীর প্রতিনিধি কামরুজ্জামান (মিন্টুর) সঞ্চালনায় ও সিনিয়র সাংবাদিক আতাউর রহমান বাবুলের সভাপতিত্বে প্রধান অতিধি হিসেবে উপস্থিত ও বক্তব্য রাখেন জেলা জাপা’র সিনিয়র সহ-সভাপতি মুনীর চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্য ডিভিশনাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মোঃ ফুয়াদ মহাসচিব অধ্যাপক মোঃ মাসুম বিল্লাল ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী হামিদ সাংবাদিক ও কলামিষ্ট মীর কাদির আরিফ পাটোয়ারী, স্টাফ রিপোর্টার সাইফুজ্জামান (দুদু), ফকরুল আলম (মানিক), সম্পাদক কামরুল ইসলাম, সাংবাদিক সেলিম আকন্দ, সালাহ্ উদ্দিন বেলাল, মোশারফ হোসেন (জুয়েল), ফকরুল ইসলাম, ইলিয়াছ আহমেদ, ফারুক হোসেন (কমল), মোঃ মফিজ উদ্দিন, তারিকুল ইসলাম, মোঃ হামিম, তানভীর আহমেদ, আলহাজ্ব মাইনুল হোসেন (তানভীর), সহ প্রিন্ট ইলেক্ট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ। বক্তারা অবিলম্বে সম্পাদক ফারুক আহমেদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার, ইজিপি প্রত্যাহার কল্যাণ তহবিল, আবাসন ব্যবস্থা, নিরাপত্তা বিধানসহ সাংবাদিক হত্যার বিরুদ্ধে একমত পোষণ করেন। পরিশেষে সভাপতি তার সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘোষণা করেন।

Comments
Loading...