Connecting You with the Truth

সরকার যথাসময়ে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দিতে সক্ষম হয়েছে -শাহজাহান শিশির

চাঁদপুর প্রতিনিধি:
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক কচুয়া উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান শিশির বলেছেন, সরকার শিক্ষাক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে যথাসময়ে নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দিতে সক্ষম হয়েছে।
গত কাল বৃহস্পতিবার কচুয়া উপজেলা রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয় ম্যানিজিং কমিটির সভাপতি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন পাটওয়ারীর পরিচালনায় ২০১৫ সালের প্রথম দিনে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। একই দিন খাজুরিয়া লক্ষ্মীপুর পীর ছোবাহানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহআলম ও জগতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল ইসলামের সভাপতিত্বে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বই বিতরণ অনুষ্ঠানে শাহজাহান শিশির প্রধান অতিথির বক্তব্য রাখেন। এসময় উল্লিখিত প্রতিষ্ঠান গুলোতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. আমির হোসেন, গোহট দক্ষিণ ইউপি আ’লীগের সাধারণ সম্পাদক মো. সেলিম মুক্তার, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ রবিউল ইসলাম রাসেল, সাবেক ছাত্রলীগের আহ্বায়ক সফিকুল ইসলাম চৌধুরী প্রমুখ।

Comments
Loading...