Connecting You with the Truth

সরকার শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে -খ. মাহবুব

স্টাফ রিপোর্টার:
সরকার সমস্ত শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন। গতকাল জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষক সমিতি আয়োজিত ‘প্রশ্নবিদ্ধ পরীক্ষা পদ্ধতি, বিপন্ন শিক্ষাব্যবস্থা; উত্তরণের উপায়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শুনেছি শিক্ষামন্ত্রী নাকি নীতিবান, কিন্তিু তিনি সমস্ত শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছেন। শুধু পাস, পাস আর পাস… কিন্তু কী পাস করছে তা দেখা হচ্ছে না।
‘বর্তমান সরকার একদলীয় শাসনের দিকে যাচ্ছে’ মন্তব্য করে খন্দকার মাহবুব বলেন, বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে নেওয়া হয়েছে, কোন সংসদের হাতে দেওয়া হয়েছে? ভোটার বিহীন সংসদের হাতে ক্ষমতা নিয়েছে সরকার। তিনি বলেন, বিচারপতি নিয়োগে নীতিমালা তৈরির করার কথা বলেছি আমরা। কিন্তু সরকার দলীয়ভাবে বিচারপতি নিয়োগ করে বিচার বিভাগকে দলীয়করণ করেছে। সংসদের হাতে বিচারপতিদের অপসারণের ক্ষমতা নিয়ে বিচারবিভাগের ওপর শেষ পেরেক মারা হয়েছে। সম্প্রচার নীতিমালার মাধ্যমে গণমাধ্যমে আতঙ্ক সৃষ্টি করেছে সরকার বলেও অভিযোগ করেন তিনি। বর্তমান সরকারকে গণবিরোধী আখ্যা দিয়ে জনগণকে আন্দোলনে অংশগ্রহণ করার আহ্বান জানান খন্দকার মাহবুব। বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষক সমিতির উপদেস্টা আলহাজ আকবর হোসেন ভূঁইয়া নান্টুর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বিএনপির শিক্ষা বিষয়ক স¤পাদক খায়রুল কবির খোকন, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষক সমিতির চেয়ারম্যান শেখ মিজানুর রহমান প্রমুখ।

Comments
Loading...