Connecting You with the Truth

সরকার সংঘাতে উস্কানি দিচ্ছে: মির্জা ফখরুল

mirja picস্টাফ রিপোর্টার:
দলীয় লোকজন দিয়ে প্রশাসন সাজানোর কারণেই ‘আন্তর্জাতিক গুম দিবস’ এ ২০ দলের কর্মসূচি পালনের জন্য অনুমতি পাওয়া যায় নি বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল তিনি বলেন, “সরকার আমাদের কর্মসূচি তো পালন করতে দিচ্ছেই না, অধিকন্তু তারা (সরকার) যে ভাষায় কথা বলছেন, তাতে একটা বিষয় স্পষ্ট হয়ে যাচ্ছে যে, তারা সংঘাতের জন্য উস্কানি দিচ্ছেন।” মির্জা ফখরুল দাবি করেন, ‘কিন্তু আমরা সংঘাত চাই না। আমরা চাই, আমাদের কর্মসূচিগুলো শান্তিপূর্ণভাবে পালন করতে।’ আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে গতকাল রাজধানীতে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দিয়েছিলো বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। কিন্তু প্রশাসনের অনুমতি না পেয়ে পূর্বঘোষিত মানববন্ধন কর্মসূচি স্থগিত করা হয়। আগামী ২ সেপ্টেম্বর এই কর্মসূচি পালন করা হবে। তবে কর্মসূচির স্থান ও সময় পরে জানানো হবে বলে জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গতকাল সকালে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব এ সম্পর্কে আরো বলেন, আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে সবচেয়ে শান্তিপূর্ণ কর্মসূচি মানববন্ধন করতে চেয়েছিলাম আমরা। এই কর্মসূচি সফল করার জন্য সব ধরনের প্রস্তুতি ২০ দলীয় জোটের পক্ষ থেকে সম্পন্ন করা হয়েছিলো। এ ব্যাপারে প্রশাসনকে অবহিত করে আমরা আশ্বস্ত করেছিলাম, আমাদের কর্মসূচি হবে শান্তিপূর্ণ। কিন্তু প্রধানমন্ত্রীর কর্মসূচির অজুহাত দেখিয়ে আমাদের কর্মসূচি পালনের অনুমতি দেয়নি প্রশাসন। মূলত দলীয় লোকদের দিয়ে প্রশাসন সাজানোর কারণেই এমনটি হচ্ছে। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসিচব রুহুল কবির রিজভী, জামায়াত নেতা ডা. রেদওয়ান উল্লাহ শাহেদী, জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, বাংলাদেশ ন্যাপের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ভূঁইয়া, বাংলাদেশ ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মণি, বাংলাদেশ পিপলস লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ মাহাবুব হোসেন, বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব এস এম আমিনুল ইসলাম প্রমুখ।

Comments
Loading...