Highlights
সরিষাবাড়িতে মেয়াদোত্তীর্ণ ইনজেকশনে রোগীর শরীরে সংক্রমণ

জামালপুরের সরিষাবাড়িতে মেয়াদোত্তীর্ণ ইনজেকশন দেওয়ায় রোগীর শরীরে সংক্রমণ ঘটেছে বলে অভিযোগ উঠেছে একটি ফার্মেসির বিরুদ্ধে। বিষয়টি নিয়ে ভুক্তভোগী পরিবার ও এলাকায় চাপা ক্ষোভসহ সমালোচনার ঝড় বইছে। অভিযুক্ত সুমন ফার্মেসি সরিষাবাড়ি পৌর সভার শিমলা বাজারে অবস্থিত। এটির মালিক ডা. সুজিৎ কুমার রায় (সুমন)।
জানা যায়, গত ৪ ফেব্রুয়ারি পৌরসভার বাসিন্দা রিহান আলীর স্ত্রী শিখা আক্তার (৩৬) এর জন্য ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট এ্যান্ড হাসপাতাল এর চিকিৎসকের ব্যাবস্থাপত্রানুযায়ী সুমন ফার্মেসি থেকে ৪টি মেকোলাজিন-৫০০ এমজি ১এমএল আইভি-আইএম ইনজেকশন কিনে নেন। এ সময় ওই ফার্মেসি থেকে ৩টি ইনজেকশন ক্রয় করে এর মধ্যে একটি ফার্মেসি থেকে পুশ করে ২টি ইনজেকশন বাসায় নিয়ে আসেন। পরেরবার ইনজেকশন দেহে পুশ করার জন্য গত মঙ্গলবার সকাল ১১টার দিকে শিমলা বাজারস্থ আমতলা প্রধান সড়কের সুমন ফার্মেসিতে নিয়ে গেলে ফার্মাাসিস্ট ইনজেকশনটির তৈরির তারিখ ফেব্রয়ারি ২১ এবং জানুয়ারি’২৩ মেয়াদোর্ত্তীণ ইনজেকশন বলে নজরে আসলে পুশ করতে অস্বীকৃতি জানায়। পরে আবারও দুটি ইনজেকশন কিনতে গেলে পুনঃরায় মেয়াদোত্তীর্ণ ইনজেকশন বিক্রি করে ফার্মাসিস্ট। পরে এ নিয়ে মেয়াদোত্তীর্ণ ইনজেকশনের বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে সুজিৎ কুমার রায় ক্রেতার পরিবার ও স্থাণীয়দের সাথে নিয়ে সমঝোতা বৈঠক করেন।
সমঝোতা বৈঠকে উপস্থিত ব্যবসায়ী শহীদ মিয়া, বাদশা ভুইয়া, বেলাল হোসেন, তৌকির আহাম্মেদ হাসুসহ অনেকে জানান, রোগীর কোন ক্ষয়ক্ষতি জীবন-ঝুঁকির মধ্যে যাতে না পড়ে তার ব্যবস্থা করার জন্য এক সমঝোতা বৈঠক করা হয়েছে। সুজিৎ কুমার রায় মেয়াদোত্তীর্ণ ইনজেকশন বিক্রির বিষয়টি তার প্রাথমিক ভুল হয়েছে বলে স্বীকার করেন এবং ঘটনার জন্য তিনি দুঃখ প্রকাশ করেন। এ ঘটনায় রোগীর পরিবার ও স্থানীয় সচেতন মহল ঔষধ বিক্রেতা ও ব্যবস্থাপক প্রোপাইটার ডা. সুজিৎ কুমার রায় সুমনের ফার্মেসির বিরুদ্ধে আইনগত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের দৃষ্টি কামনা করেন।
ভুক্তভোগী শিখা আক্তার জানান, সুমন ফার্মেসির প্রোপাইটার ডা. সুজিৎ কুমার রায় এর ফার্মেসী থেকে ৫টি ইনজেকশন ক্রয় করে একটি ইনজেকশন পুশ করায় আমার ডান হাতের মাংসপেশীতে জখম ও ব্যাথা অনুভুত ও শরীরে নানা উপস্বর্গ দেখা দিয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
এ ব্যাপারে ডা. সুজিৎ কুমার রায়ের কাছে জানতে চাইলে তিনি মেয়াদোত্তীর্ণ ইনজেকশন বিক্রির বিষয়টি সু-কৌশলে এড়িয়ে যান।
এ ব্যাপারে সরিষাবাড়ি উপজেলা বিসিডিএস -এর সভাপতি রবিউল কবীর উজ্জল জানান, সুমন ফার্মেসি যে মেয়াদোত্তীর্ণ ইনজেকশন বিক্রি করেছে তা মোটেও ঠিক হয় নি। এটি আইনগত দণ্ডনীয় অপরাধ।
সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মহব্বত কবীর বলেন, বিষয়টি শুনেছি। তবে এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাই নি।
Highlights
লালমনিরহাটে টাখনুর নিচে প্যান্ট ঝুলে থাকায় বর্বরোচিত হামলা, আহত ৭
Highlights
রাজনৈতিক অস্থিরতা ও বিদেশী শক্তির হস্তক্ষেপ থেকে জাতিকে নিরাপদ রাখার শপথ কুমিল্লা হেযবুত তওহীদের
Highlights
‘দেশের অগ্রগতি ও স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে উগ্রবাদের মোকাবেলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান’
-
আন্তর্জাতিক8 years ago
গ্রিস প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা
-
আন্তর্জাতিক8 years ago
যুক্তরাষ্ট্রে দুটি বিমানের সংঘর্ষে ৪ জনের মৃত্যু
-
স্বাস্থ্য8 years ago
গলা ব্যথার কারণ ও চিকিৎসা
-
দেশজুড়ে9 years ago
আজ চন্দ্র গ্রহন সন্ধা ৬টা ১২ মিনিট থেকে রাত ৮ টা ৫৯ মিনিট পর্যন্ত
-
বিবিধ9 years ago
আর অটো রিক্সা নয় এবার অবিশ্বাস্য কম দামের গাড়ি!
-
জাতীয়8 years ago
আন্তর্জাতিক নারী দিবস আজ
-
জাতীয়9 years ago
স্বাধীনতা যুদ্ধের পটভূমি ও মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা
-
ফিচার8 years ago
বাংলাদেশের ৬৪ জেলার নামকরণের ইতিহাস