সর্বোচ্চ উইকেট লাভের রেকর্ড গড়েছেন শামি
স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশের ব্যাটিং লাইন-আপে ধ্বস নামানো ভারতের মোহাম্মদ শামি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট লাভের রেকর্ড গড়েছেন। সাত ম্যাচে ১৭টি উইকেট তুলে নিয়েছেন এই পেসার। বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার তালিকায় শামির পরেই রয়েছেন অজি পেসার মিচেল স্টার্ক। তার দখলে রয়েছে ১৬টি উইকেট। এছাড়া দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির ও নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট প্রত্যেকে ১৫টি করে উইকেট নিয়েছেন। প্রসঙ্গত, বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ নয়টি উইকেট নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।