সলমনকে খুনের হুমকি দিয়ে ফোন
বিনোদন ডেস্ক: একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি সলমন খানকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছে । এই হুমকি পাওয়ার সঙ্গে সঙ্গে মুম্বাই পুলিশ সল্লু ভাইয়ের জন্য সুরক্ষা আরো বাড়িয়ে দিয়েছে । এবং ওই ব্যক্তিকে ধরার চেষ্টা করছে ।
ঘটনাটা ঘটে ১৬ ফেব্রুয়ারি । মুম্বাই পুলিশের কন্ট্রোল রুমে একটা ফোন আসে । ফোনেই সলমনকে মেরে ফেলার হুমকি দেওয়া হয় । পুলিশ আন্দাজ করছে কেউ মজা করে ওই ফোনটা করে । কিন্তু তাসত্ত্বেও সলমনের সুরক্ষা আরো বাড়িয়ে দেওয়া হয় । এবং ওই ব্যাক্তিকে খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ । যদিও কোন কেস ফাইল করা হয় নি ।
পুলিশ নাকি ইতিমধ্যেই কোথা থেকে ফোনটা করা হয়েছিল তা জানতে পেরেছে । সলমন খান এখন ওঁর পরবর্তী ছবি ‘ সুলতান ‘ এর শ্যুটিং নিয়ে ব্যস্ত ।