সাঁথিয়ায় বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত
খালেকুজ্জামান পান্নু, সাঁথিয়া প্রতিনিধি, পাবনা:
গতকাল পাবনার সাঁথিয়ায় উপজেলা বিএনপির উদ্যোগে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৬৯তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে শুক্রবার সকাল ১১টায় উপজেলা বিএনপি’র স্থানীয় কার্যালয়ে উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক আমিনুল ইসলাম এর সভাপতিত্বে ও আশরাফ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, স্থানীয় বিএনপি নেতা শাজাহান আলী, ফজলুল হক, সিরাজুল ইসলাম বন্দে, শামসুজ্জামান নান্নু, মাসুদুর রহমান মাসুদ, মুছা কালিমুল্লাহ, যুবদল নেতা সেলিমুজ্জামান মতিন, রফিকুল, আ. আউয়াল, মজিবর, ছাত্র নেতা শাহীন, বাবুল প্রমুখ। পরে কেক কেটে ও এক দোয়া মাহফিল এর মাধ্যমে দিনটির আনুষ্ঠানিকতা সমাপ্ত করা হয়।