সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ
নওগাঁ প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াত ইসলামীর নায়েবে আমির দেলোয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের প্রতিবাদে গতকাল জহরের নামাজ আদায়ের পর বেলা ১টা ৪৫ মিনিটে নওগাঁ কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শুরু করে ঢাকা বাসস্ট্যান্ড পর্যন্ত এক বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা, নওগাঁ। বিক্ষোভ মিছিলে ক্ষুব্ধ জনতার উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা শিবিরের সভাপতি মো. নাসিরুদ্দীন, জেলা পূর্ব সেক্রেটারি মো. মহিনুদ্দিন, আইনুল হক, জেলা পশ্চিম সেক্রেটারি এবং জেলা শিবিরের সেক্রেটারি আব্দুর রহিম। দেলোয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ড প্রদানে সরকারের প্রতি তারা নিন্দা প্রকাশ করেন এবং তার শাস্তি কমানো না হলে তারা হরতাল, বিক্ষোভ, ধর্মঘট পালন করবে বলে জানিয়েছেন।