Connecting You with the Truth

সাঈদ আজমলের নিষেধাজ্ঞায় পাকিস্তানের হাহাকার

s-7
স্পোর্টস ডেস্ক:
সাঈদ আজমলের নিষেধাজ্ঞায় পাকিস্তানে কান পাতলেই শোনা যাবে হাহাকার। তারওপর কিংবদন্তি ওয়াসিম আকরাম আজমলের নিষেধাজ্ঞার পেছনে প্রাক্তন ইংলিশ অধিনায়ক মাইকেল ভনকে দায়ী করে একহাত নিয়েছেন। পাক প্যাশন ডট নেটের কাছে তার দাবি, ‘এর শুরুটা হয়েছিল ইংল্যান্ড থেকে। আজমলকে নিয়ে মাইকেল ভন টুইট করে এটা শুরু করেছিল। এরপর অন্যরাও আজমলের খুঁত ধরার চেষ্টা করেছে।’ আকরাম আরও যোগ করেন, ‘ও আমাদের এক নম্বর বোলার। আমি কখনোই আজমলকে কাউন্টি খেলতে অনুমতি দিতাম না। পিসিবি তাকে কাউন্টি খেলতে নিষেধ করতে পারতো।’ ভনের ওপর আকরামের ক্ষেপার যথেষ্ট কারণও আছে। আজমল কাউন্টি খেলার সময় ভন বেশ কয়েকবার তার ছবি পোষ্ট করে বলতে চেয়েছেন তার হাত ১৫ ডিগ্রির বেশি বেঁকে যায় কি-না? তবে এই দুঃসময়ে অন্য সবার মতো আকরামও পাশে দাঁড়িয়েছে আজমলের, ‘আজমলের মনে করা উচিৎ এই সময়ে পিসিবি ওর পাশে আছে। ও এ বছরে ৬০০ ওভারের বেশি বল করেছে। ক্লান্তির কারণে ওর অ্যাকশন ত্র“টি যুক্ত হতে পারে। আমরা ওর পাশেই আছি।’


Comments
Loading...