সাকিবের চুক্তি গাজী ট্যাংকের সাথে!
স্পোর্টস ডেস্ক:
বৃহস্পতিবার দল-বদলের দ্বিতীয় ও শেষ দিনে দল পেলেন বাংলাদেশের সেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। নিষিদ্ধ ঘোষিত সাকিবের শাস্তি মওকুফ ঘোষণার দুই দিন পর তিনি এবারের প্রিমিয়ার লিগে গাজী ট্যাঙ্কে খেলার জন্য চুক্তি করেছেন। সাকিব জানান, ‘ক্লাবে চুক্তির ব্যাপারে কথা বলার জন্য বিসিবির সিইও নিজাম উদ্দিন চৌধুরি আমাকে ডেকে পাঠান এবং বলেন আমি অন্য ক্রিকেটারদের মতোই চুক্তি সই করতে পারব। এরপরই বৃহস্পতিবার প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন দল গাজী ট্যাংকের সাথে আনুষ্ঠানিক চুক্তি সই করেন তিনি। পুলের ক্রিকেটার হিসেবেই আসন্ন প্রিমিয়ার ক্রিকেটের দল বদলে অংশ নিয়েছেন তিনি। এর আগে পুলের তিন ক্রিকেটারের কোটা পূরণ না করা যে সব ক্লাব রয়েছে তারাই কেবল সাকিবকে দলে ভেড়াতে পারবে এমন ঘোষণা দেয় বিসিবি। এদিকে,গত ১১ ও ১২ আগস্ট প্রথম ধাপের দলবদলে পুলের ২৩ ক্রিকেটারকে নিয়ে চুক্তিবদ্ধ করে ক্লাবগুলো। তবে ওই সময় পুলের ক্রিকেটারের
কোটা পূরণ করেনি গাজী ট্যাংক। তামিম এবং রুবেলকে নেয়ার পর এবার গাজী ট্যাংক দলে অধিনায়ক হিসেবে নিল সাকিবকে। গত মঙ্গলবার বিসিবি সভাপতি নাজমুল হাসান জানিয়েছিলেন, সাকিবের শাস্তি ১৫ সেপ্টেম্বর পর্যন্ত কমিয়ে আনা হয়েছে। তাই এ সময়ের পর দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট ও ঘরোয়া ক্রিকেটে খেলতে কোনো বাধা নেই তার। আগামী অক্টোবরে ঢাকা প্রিমিয়ার লিগের খেলা শুরু হওয়ার কথা।