Connecting You with the Truth

সাকিবের ভাগ্য নির্ধারণর

s-9
স্পোর্টস ডেস্ক:
জাতীয় দল যেখানে ওয়েস্ট ইন্ডিজে নিজেদের ফর্ম হারিয়ে দিশেহারা, সেখানে দেশে থেকে সাকিব একক অনুশীলনে সময় পার করছেন। নিয়ম ভঙ্গের কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছয় মাস নিষিদ্ধ হন সাকিব আল হাসান। একই সঙ্গে বিদেশি লিগগুলোতে খেলতেও দেড় বছরের নিষেধাজ্ঞা রয়েছে বিশ্বসেরা এই অলরাউন্ডারের। গত ২০ জুলাই শাস্তি কমাতে আপিল করেন। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনও শাস্তি কমিয়ে দেওয়ার আশ্বাস দেন। অপেক্ষার প্রহর ভাঙছে সাকিব আল হাসানের। মঙ্গলবার বিসিবির বোর্ডসভা অনুষ্ঠিত হবে। বোর্ড সভাপতি ও পরিচালকদের উপস্থিতিতে সেখানেই সাকিবের ভাগ্য নির্ধারিত হবে। ধারণা করা হচ্ছে, ছয় মাসের নিষেধাজ্ঞা তিন মাসে নেমে আসবে। সে হিসেবে অক্টোবর-নভেম্বরে জিম্বাবুয়ে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেন সাকিব। এর আগে ঘরোয়া ক্রিকেটে ঢাকা প্রিমিয়ার লিগেও খেলতে পারেন বাঁহাতি এই অলরাউন্ডার। সাকিব ইস্যু ছাড়াও বিপিএল-৩ আয়োজন, খুলনা স্টেডিয়ামে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের একটি টেস্ট ম্যাচ আয়োজনসহ গুরুত্বপূর্ন বেশ কয়েকটি বিষয়ে এ দিন সিদ্ধান্ত নেবে বিসিবি।


Comments
Loading...