সাকিবের শাস্তি আংশিক কমলো
স্পোর্টস করেসপন্ডেন্ট:
অবশেষে সাকিবের শাস্তি কমিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)। ৬ মাসের নিষেধাজ্ঞা তিন মাসে নেমে এসেছে। মঙ্গলবারের বোর্ড সভা নতুন এ সিদ্ধান্ত এসেছে। তাই ১০ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া প্রিমিয়ার ক্রিকেট দিয়েই আবার মাঠে ফেরার সুযোগ পাচ্ছেন সাকিব। তাছাড়া আসন্ন জিম্বাবুয়ে সিরিজেও তাকে বিবেচনা করা হবে বলে জানিয়েছে বোর্ড।