সাকিব খেলার সবুজ সংকেত পেলেন এশিয়ান গেমসে!
স্পোর্টস ডেস্ক:
আগামি ১৫ সেপ্টেম্বর থেকে সাকিবের উপর আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিসিবি’র দেয়া নিষেধাজ্ঞাদেশ উঠে যাচ্ছে। শাস্তি আরোপের পর থেকে একা অনুশীলন করেছেন বিশ্বখ্যাত এই অলরাউন্ডার। তবে সেই একাকিত্বও কেটে গেছে। বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গে তাকে অনুশীলন করতে বলা হয়েছে। সাকিবের ‘এ’ দলের সঙ্গে অনুশীলনের বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান। সাকিবের জন্য রয়েছে আরেকটি সুসংবাদ। এশিয়ান গেমস ক্রিকেটে বাংলাদেশ দলের হয়ে খেলার সবুজ সংকেত পেয়েছেন এই অলরাউন্ডার। আগামী ১৯ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়ার ইনচনে শুরু হচ্ছে এশিয়ান গেমস। বাংলাদেশ সরাসরি খেলবে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল থেকে। এদিকে, বিয়ের জন্য এশিয়ান গেমস থেকে নাম তুলে নিয়েছেন অধিনায়ক মুশফিকুর রহিম। অন্যদিকে, সন্দেহজনক বোলিং অ্যাকশনের কারণে খেলতে পারছেন না সোহাগ গাজী। সুতরাং দলকে শক্তিশালী করতে সোহাগের পরিবর্তে স্কোয়াডে নেওয়া হচ্ছে সাকিবকে! প্রধান নির্বাচক ফারুক আহমেদের ভাষ্যে ফুটে উঠেছে সে কথাই, এশিয়ান গেমসে স্বর্ণ ধরে রাখতে সম্ভব সেরা দলটিকেই পাঠাব। এখন যেহেতু সাকিবকে পাওয়া যাচ্ছে, তাকে পাঠাতে চাই। আমরা বসে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’ এ কথার মাধ্যমে অনেকটা পরিষ্কার যে সোহাগ গাজীর পরিবর্তে সাকিবকেই স্কোয়াডে রাখছেন বাংলাদেশের নির্বাচকরা। সাকিব খেললে দলের শক্তি অনেকাংশে বেড়ে যাবে। সেই সাথে জিম্বাবুয়ে সিরিজের আগে ম্যাচ র্প্যাকটিসটাও হয়ে যাবে সাকিবের। সাকিবকে এশিয়ান গেমসে বাংলাদেশ স্কোয়াডে নির্বাচকরা রাখে কিনা-সেটাই এখন দেখার। সমবেত প্রচেষ্টায় বাংলাদেশ দল আবারো সোনা জিতুক, এমন প্রত্যাশাই থাকবে ক্রিকেটপ্রেমিদের।