সাগর জলে কার ছায়া!
বিনোদন ডেস্ক:
হিরা, টয়া, নাদিয়া নদী; তিনজনই র্যাম্প, টিভি নাটক ও বিজ্ঞাপনচিত্রে কাজ করেন। এবার তারা একসঙ্গে অভিনয় করলেন একটি নাটকে। নাম ‘সাগর জলে কার ছায়া’। গল্পে দেখা যায়, কয়েকজন তরুণ-তরুণীর একটি দল কক্সবাজার ঘুরতে যায়। কিন্তু ঘুরতে গিয়ে সাগরের ঢেউয়ে প্রাণ হারায় হিরা। এরপর ঘটতে থাকে নানা অঘটন। নাটকটিতে হিরা, টয়া ও নদীর সহশিল্পী নিরব হোসেন, তানভীর, জনি। হিরা, টয়া ও নদী বললেন, ‘আমরা সবাই মজায় মজায় কাজটি করেছি। অভিনয়ের ফাঁকে কক্সবাজারে সমুদ্র সৈকতে ঘুরে বেড়িয়েছি।’ নাটকটি লিখেছেন আসাদুজ্জামান সোহাগ, পরিচালনা করেছেন বিইউ শুভ। কক্সবাজারের বিভিন্ন জায়গায় নাটকটির দৃশ্যায়ন শেষে ২৫ আগস্ট ঢাকায় ফিরেছেন কলাকুশলীরা। আগামী কোরাবানির ঈদে একুশে টেলিভিশনে প্রচার হবে এ নাটকটি।’