সাঘাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু
গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সাঘাটা উপজেলার জুমারবাড়ি ইউনিয়নের জুমারবাড়ি গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামিলা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো দু’জন। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মৃত জামিলা বেগম ওই গ্রামের লাল মিয়ার স্ত্রী। আহতরা হলেন- জামিলার ছেলে জাহাঙ্গীরের স্ত্রী চম্পা বেগম (২৩) ও তাদের ছেলে রোমান (৩)। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, খড়ি (লাকড়ি) বানানোর জন্য সকালে বাড়ির পাশে গোবর কুড়াচ্ছিলেন জামিলা। এ সময় সেখানে ছিঁড়ে পড়ে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। শাশুড়িকে মাটিতে পড়ে থাকতে দেখে চম্পা ছেলে রোমানকে কোলে নিয়ে তাকে স্পর্শ করলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হন।
জুমারবাড়ি ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মাহফুজার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।