Connecting You with the Truth

সাতকানিয়া কেরানীহাটে ইদ্রিছ হত্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

শংকর কান্তি দাশ, সাতকানিয়া, চট্টগ্রাম:
দক্ষিণ চট্টগ্রামে সাতকানিয়া উপজেলাধীন কেরানীহাট বাস স্টেশনে গতকাল ১৪ আগস্ট সকাল ১১টায় হযরত কালু শাহ সিএনজি ফোর স্ট্রোক সমবায় সমিতি ও বকসু শাহ সিএনজি ফোর স্ট্রোক মালিক সমিতির উদ্যোগে ড্রাইভার ইদ্রিছ হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, ইদ্রিছ এর মত আর যাতে কোন ড্রাইভারের মৃত্যু না হয় তার জন্য সতর্কতা অবলম্বন করতে হবে। স্টেশন থেকে রাত ৯টার পর অপরিচিত কোন যাত্রী রিজার্ভ গাড়ি ভাড়া নিতে চাইলে ভোটার আইডি কার্ড দেখে নাম ঠিকানা মোবাইল নাম্বার লিখে রেখে সমিতিকে অবহিত করে যাবেন। যাতে কোন দুর্ঘটনা হলে সমিতি তার প্রতিকার করতে পারে।
উল্লেখ্য, গত ১২ আগস্ট রাত ১২টায় কেরানিহাট থেকে যাত্রী বেসে সিএনজি ভাড়া করে পটিয়া শান্তির হাট এলাকায় নিয়ে দুর্বৃত্তরা গলাটিপে হত্যা করে তাকে। নিহত ইদ্রিছ (১৯) পিতা- আবদুল হক ড্রাইভার, সাতকানিয়া বাজালিয়ার বাসিন্দা।

Comments
Loading...