Connecting You with the Truth

সাতক্ষীরায় ছাগল চুরী নিয়ে হাস্যরস !

কালিগঞ্জ,সাতক্ষীরা প্রতিনিধি:kaligonjo

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার অন্তগত মৌতলা গ্রামে ছাগল চুরি করার ঘটনা নিয়ে কৌতুক ও কৌতুহলের সৃষ্টি হয়েছে।  চুরির অভিযোগে অভিযুক্ত মীর ফুন্না হোসেন তার সহযোগী মুনসী মোস্তফা  কে স্থানীয় জনপ্রতিনিধিদের হাতে তুলে দিয়েছে জনতা। মৌতলা ইউনিয়নের ইউপি সদস্য শংকপতি বাবু জানান গত বৃহস্পতিবার  চুরির অভিযোগ পেয়ে তিনি ছাগলটি উদ্ধার করে মালিক অশোক দেবনাথকে ফেরত দেওয়া হয়। অভিযুক্তরা জনতার সামনে ক্ষমা প্রার্থণা করে।  এদিকে অভিযুক্ত মীর ফুন্না হোসেন  একটি জাতীয় দৈনিকের সাংবাদিকের ছোট ভাই পরিচয় দেওয়ায় সৃষ্টি হয় হাস্যরসের! এলকাবাসী ঘটনাটিকে স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করছে।

Comments
Loading...