সাতক্ষীরায় শিশুসহ ১১ বাংলাদেশি আটক
সাতক্ষীরা প্রতিনিধি:
অবৈধভাবে ভারতে যাওয়ার পথে তিন শিশুসহ ১১ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। গতকাল ভোরে সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী সীমান্ত থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন- কক্সবাজার জেলার টেকনাফের ঝিমংখালী গ্রামের হাবিবুল্লাহ (১৯), একই এলাকার আমানুল্লাহ (১৮), হেলাল উদ্দিন (২৫), সারোয়ার (১৮), ইব্রাহিম (১৯), রোকেয়া খাতুন (১৮), তার ছেলে রবিউল হাসান (৩) ও জ্যোৎছনা(৬ মাস), ঘোনাপাড়া গ্রামের মহিবুল্লাহ (৩২), সৈয়দপুর গ্রামের পারভীন আক্তার ও তার ছেলে রবি আলম (২)। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, তিন শিশু ছাড়া অন্যদের নামে পাসপোর্ট আইনে মামলা করে পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি।