সাদুল্যাপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শিক্ষক আহত
হাসপাতালে চিকিৎসাধীন ছুরিকাঘাতে আহত সাদুল্যাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর বহুমূখি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়ালিউর রহমান বোরহান।
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর বহুমূখি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়ালিউর রহমান বোরহান (৫০) কে তার অফিস কক্ষে গতকাল মঙ্গলবার সকালে ছুরিকাঘাতে আহত করেছে দূর্বৃত্তরা। তারা তাঁর কাছে ৭ লাখ টাকা চাঁদা দাবী করা হয়েছিল। এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা আব্দুল জোব্বার (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোর্পদ করেছে। গুরুতর আহত ওয়ালিউর রহমান বোরহানকে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটক আব্দুল জোব্বার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বিদ্যালয় চলাকালীন সময়ে হঠাৎ করে আব্দুল জোব্বার, তার ভাই আব্দুল জলিল, আলী হাসান ও লাভলু মিয়া অজ্ঞাত কয়েকজন ব্যক্তিসহ লাঠিসোটা ও ধারাল অস্ত্র নিয়ে বিদ্যালয়ে প্রবেশ করে। এরপর তারা প্রধান শিক্ষকের অফিস কক্ষে ঢুকে তাকে এলোপাথারী মারপিট করতে থাকে। একপর্যায়ে আব্দুল জোব্বার তার হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে প্রধান শিক্ষকের ডান হাতে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হয়ে সজ্ঞাহীন হয়ে পড়েন। পরে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা আব্দুল জোব্বার ও অন্যান্যদের ধাওয়া করে। তারা আব্দুল জোব্বারকে আটক করতে পারলেও অন্যান্যরা পালিয়ে যায়।
হাসপাতালে আহত প্রধান শিক্ষক বোরহান জানান, দীর্ঘ দিন ধরে বিদ্যালয় পরিচালনা কমিটির গঠনের জের ধরে আব্দুল জোব্বার তাকে হুমকি প্রদর্শন ও ৭ লক্ষ টাকা চাঁদা দাবী করে আসছিল। মঙ্গলবার সকালে চাঁদার দাবীতে জোব্বারের নেতৃত্বে একদল দূর্বৃত্ত বিদ্যালয়ে প্রবেশ করে তাকে এলোপাথারি মারপিট করে। একপর্যায়ে তারা তাকে ছুরিকাঘাতে আহত করে।
ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।