শনিবার সকাল সাড়ে নয়টার দিকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সেলিনা বেগম দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস রোগে আক্রান্ত হয়ে বিভিন্ন দেশে চিকিৎসা নিয়েছেন। মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে, দুই মেয়ে ও নাতি-নাতনীসহ অসংখ্য শুভাকাঙ্খী রেখে গেছেন। শনিবার আসরের নামাজের পর রাজধানীর মোহাম্মদপুর কলোনি জামে মসজিদে মরহুমার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। বাদ মাগরিব গুলশান আজাদ মসজিদে দ্বিতীয় জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।