Connecting You with the Truth

সাভারে বাস উল্টে নিহত ১, আহত ১০

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশে ঢাকা-আরিচা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে এক নারী নিহত হয়েছে। শুক্রবার বেলা আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেইটের সামনে এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন। তাৎক্ষণিকভাবে নিহত যাত্রীর পরিচয় পাওয়া যায়নি। আশুলিয়া থানার ওসি শেখ বদরুল আলম বলেন, “ঢাকা থেকে জনসেবা পরিবহনের (যশোর-জ-১১-০০৯) একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এসময় এক মহিলা যাত্রী চাপা পড়ে নিহত হন। আহত হন আরো ১০জন।” আহতদের উদ্ধার করে সাভার গণস্বাস্থ্য হাসপাতাল ও এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Comments
Loading...